রূপপুরেই করা হবে আরেকটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
নিজস্ব প্রতিবেদক:
পাবনার রূপপুরে আরও একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এন এস টি ফেলোশিপ এবং বিশেষ গবেষণা অনুদান দেয়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন ।
শেখ হাসিনা বলেন, রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়েছে। আরেকটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য চেষ্টা করেছিলাম দক্ষিণে। কিন্তু দক্ষিণে যে মাটি, সে মাটি এতো নরম; সেখানে করা সম্ভব নয়।
প্রধানমন্ত্রী বলেন, এটা বাস্তবায়ন শেষ হওয়ার পর দ্বিতীয়টাও রূপপুরে করতে পারবো। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীকে বললাম, এটার কাজ শেষ হলে; সঙ্গে সঙ্গে দ্বিতীয়টা যাতে শুরু করতে পারি, এখন থেকে সেই প্রস্তুতি নিতে হবে।
সরকার প্রধান বলেন, দক্ষিণাঞ্চলের প্রত্যেকটি দ্বীপে অ্যাটমিক এনার্জি থেকে লোক পাঠিয়ে পর্যবেক্ষণ করা হয়েছে, মাটি দেখা হয়েছে। আসলে যেখানের মাটি খুব নরম, সেখানে পারমাণবিক বিদ্যুৎ করা সম্ভব হবে না।
তিনি জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞানকে খুব গুরুত্ব দিতেন। তিনি সদ্য স্বাধীন দেশে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ প্রতিষ্ঠা করে দিয়েছেন। বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত পরমাণু শক্তি কমিশন মানুষের স্বাস্থ্য পরিচর্যা অত্যাধুনিক নিউক্লিয়ার মেডিসিন প্রচলন করেছে।
প্রধানমন্ত্রী বলেন, গবেষণা ছাড়া কোনো উৎকর্ষতা অর্জন করা যায় না। কৃষিতে গবেষণার কারণে ১৯৯৯ সালে মাত্র তিন বছরের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয় বাংলাদেশ।
মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণের কাজ এগিয়ে চলছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যখাত গবেষণায় পিছিয়ে আছে। ডাক্তাররা শুধু টাকা আয় করে। স্বাস্থ্যখাতে গবেষণা আরও বাড়াতে হবে।