বোরো সংগ্রহে কৃষকের ধান, চালের দাম বাড়ল
নিজস্ব প্রতিবেদক:
দাম বাড়িয়ে আগামী ছয় মাসের জন্য মোট সাড়ে ১৭ লাখ মেট্রিক টন ধান, চাল সংগ্রহের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এই মূল্য নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
আসন্ন বোরো মৌসুমের ধান, চাল ও গমের সংগ্রহের পরিমাণ ও মূল্য নির্ধারণ করা হয়েছে। এই সময় ৩২ টাকা কেজি দরে ৫ লাখ টন ধান, ৪৫ টাকা দরে ১১ লাখ টন সিদ্ধ চাল, ৪৪ টাকা দরে এক লাখ টন আতপ চাল এবং ৩৪ টাকা দরে ৫০ হাজার টন গম কেনা হবে। প্রায় ৭ হাজার কোটি টাকা খরচ করে এই ধান, চাল, গম সংগ্রহ করা হবে। শুধু ধান কেজি প্রতি দুই টাকা বাড়ানো হয়েছে। আর সব কেজিতে এক টাকা বাড়ানো হয়েছে। তবে গমের দাম এক টাকা কমানো হয়েছে। ২০২৩ সালে ধান-চালের সংগ্রহ মূল্য ছিল যথাক্রমে ধান ৩০ টাকা, সিদ্ধ চাল ৪৪ টাকা এবং গম ৩৫ টাকা।
আগামী ৭ই মে থেকে বোরো সংগ্রহ শুরু হয়ে ৩১শে আগষ্ট পর্যন্ত চলবে।
উৎপাদন খরচ বেশি বলে দাম বাড়ানো হয়েছে। এতে কৃষক দাম একটু বেশি পাবে। তবে বাজারে এর বিরূপ প্রভাব পড়বে না বলে মনে করছেন খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভাপতি ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
খাদ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য খুব বেশি বাড়ানো হয়নি। বাজারে যাতে বেশি না বাড়ে এজন্য অল্প বাড়ানো হয়েছে। দাম বাড়ানোতে কৃষক বেশি দাম পাবে তবে বাজারে এর খুব বেশি বিরূপ প্রভাব পড়বে না। বিশ্ব বাজারের তুলনায় সহনশীল। খাদ্য ঘাটতি নেই। যথেষ্ট মজুদ আছে।
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে খাদ্য মজুদ ঠিক রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি।
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, কৃষিমন্ত্রী মো: আব্দুস শহীদ, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মো: মহিববুর রহমান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু) এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী বেগম রোকেয়া সুলতানা এতে অংশ নেন।