বিশ্ববাজারে কমলেও দেশে বাড়ানো হলো জ্বালানি তেলের দাম
নিজস্ব প্রতিবেদক:
জুন মাসের জন্য আবার জ্বালানি তেলের দাম বাড়লো। ডিজেল, কেরোসিন, পেট্রোল অকটেনের দাম বেড়েছে। নতুন দাম ১লা জুন থেকে কার্যকর হবে।
এবিষয়ে প্রজ্ঞাপন প্রকাশ করেছে জ্বালানি বিভাগ।
টানা পরপর দুই মাস জ্বালানি তেলের দাম বাড়লো। জুন মাসের জন্য যে দাম ঘোষণা করা হয়েছে তাতে ডিজেল ও কেরোসিন লিটারে ৭৫ পয়সা আর অকটেন পেট্রল আড়াই টাকা করে বাড়ানো হয়েছে।
ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ৭৫ পয়সা বাড়িয়ে ১০৭ টাকা ৭৫ পয়সা, পেট্রোল ২ টাকা ৫০ পয়সা বাড়িয়ে ১২৭ টাকা এবং অকটেন লিটার প্রতি ২ টাকা ৫০ পয়সা বাড়িয়ে ১৩১ টাকা করা হয়েছে।
মার্চ থেকে বিশ্ববাজারের সাথে মিল করে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হচ্ছে। এই পদ্ধতিতে দাম নির্ধারণের প্রথম মাসে জ্বালানি তেলের দাম কমানো হয়েছিলো।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশে বাড়ানো হলো। তবে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ।
জ্বালানি বিভাগ জানিয়েছে, দেশে তেলের দাম বাড়লেও প্রতিবেশী দেশ ভারতের কলকাতার চেয়ে দাম এখনো অনেক কম। জ্বালানি তেলের দাম বাড়ায় আরো মূল্যস্ফিতি হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
ভারতের কলকাতায় বর্তমানে ডিজেল লিটার প্রতি ৯০.৭৬ রুপী বা বাংলাদেশী মুদ্রায় ১২৫.৭০ টাকা এবং পেট্রোল ১০৩.৯৪ রুপী বা বাংলাদেশী মুদ্রায় ১৪৩.৯৬ টাকা বিক্রি হচ্ছে যা বাংলাদেশ থেকে লিটার প্রতি যথাক্রমে প্রায় ১৭.৯৫ টাকা ও ১৬.৯৬ টাকা বেশি।