জ্বালানিতে বরাদ্দ বাড়ানো উচিৎ ছিল: ম তামিম

M TAMIM

নিজস্ব প্রতিবেদক:
জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম. তামিম বলেন, প্রাথমিক জ্বালানি সংকট চলছে। এই পরিস্থিতিতে জ্বালানিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিৎ।
বাজেট প্রস্তাব সংসদে পেশ হওয়ার পর এনার্জি বাংলাকে ম তামিম একথা বলেন।
ম তামিম বলেন, সরকার ৪৬টি কূপ খননের পরিকল্পনা নিয়েছে। একেকটি কূপ খননেই ২০০-২৫০ কোটি টাকা প্রয়োজন। সেখানে এক হাজার কোটি টাকা প্রয়োজন মেটানো সম্ভব হবে না। সমুদ্রে গ্যাস অনুসন্ধানে বিদেশী বিনিয়োগ পাওয়া যাবে। কিন্তু স্থলভাগে নিজস্ব বিনিয়োগ করতে হবে এজন্য জ্বালানিতে বরাদ্দ বাড়ানো উচিৎ। তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের যে পরিকল্পনা করা হয়েছে তাতে বিদ্যুতের দাম বাড়িয়ে তা করা সম্ভব হবে না। কারণ বিদ্যুতের দাম বাড়ালেই মূল্যস্ফীতি হবে। বিদ্যুতে ভর্তুকি রাখতে হবে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে এর দাম রাখতে হবে।