বিজিবির নিরাপত্তায় জ্বালানি তেলবাহী ট্রেন চলাচল শুরু
নিজস্ব প্রতিবেদক:
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর নিরাপত্তায় জ্বালানি তেল সরবরাহ শুরু হয়েছে।
শুক্রবার চট্টগ্রাম, খুলনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশন থেকে দেশের বিভিন্ন জেলায় জ্বালানি তেলবাহী ট্রেন চলাচল শুরু হয়।
বিজিবির চট্টগ্রাম রিজিয়ন ও চট্টগ্রাম ব্যাটালিয়ন (৮ বিজিবি) এর সদস্যরা ছিলেন এই ট্রেনের নিরাপত্তায়।
শুক্রবার এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম-৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, চট্টগ্রাম থেকে ২৪টি তেলবাহী বগিসহ একটি ট্রেন ঢাকার উদ্দেশ্যে, ১৬ টি বগিসহ একটি ট্রেন সিলেটের উদ্দেশ্যে, ১২টি বগিসহ একটি ট্রেন দোহাজারীর উদ্দেশ্যে এবং ১২টি তেলবাহী বগিসহ আরেকটি ট্রেন হাটহাজারীর উদ্দেশ্যে ছেড়ে যায়।
বিজিবির নিরাপত্তায় খুলনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশন থেকে দিনাজপুরের পার্বতীপুরে এবং শ্রীমঙ্গল থেকে সিলেটে জ্বালানি তেলবাহী ট্রেন চলাচল করে।
এরই মধ্যে ঢাকা ক্যান্টনমেন্ট, সিলেট, হাটহাজারী ও দোহাজারীতে এসব পৌঁছে দেওয়া হয়েছে। আগামীতেও এটি চলমান থাকবে বলে জানানো হয়েছে।
বিজিবির পাহারায় রেলওয়ে ওয়াগনে বিদ্যুৎকেন্দ্রগুলোতে জ্বালানি তেল সরবরাহ শুরু করে রাষ্ট্রীয় পেট্রোলিয়াম জ্বালানি নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। চট্টগ্রামের পতেঙ্গাস্থ জ্বালানি বিপণনকারী পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, যমুনা অয়েল এবং স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পালি লিমিটেডের (এসএওসিএল) ডিপো থেকে বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে ফার্নেস অয়েল পৌঁছে দিচ্ছে রেলওয়ে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ১০০ মেগাওয়াট পাওয়ার প্লান্ট এবং ১০০ মেগাওয়াট দোহাজারী পাওয়ার প্লান্টে দুই ট্রেনে ১০টি করে মোট ২০টি ওয়াগনে ৬ লাখ ৭২ হাজার লিটার ফার্নেস অয়েল পাঠানো হয়েছে। ট্রেন দুটিতে বিজিবির অস্ত্রধারী কয়েকজন সদস্য পাহারায় ছিল। এর আগে দুই দফায় সিলেট ও ঢাকাতেও ওয়াগনে ফার্নেস অয়েল পৌঁছে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান সহিংসতায় সারা দেশে রেল চলাচল বন্ধ আছে।