বন্যা: ফেনীর সাড়ে চার লাখ সংযোগে বিদ্যুৎ আছে ৫০০টিতে

বিডিনিউজ :
আকস্মিক প্রবল বন্যার কারণে ফেনীর সব বিদ্যুৎ উপকেন্দ্র বন্ধ করে দিতে হয়েছে। জেলার ৪ লাখ ৪২ হাজার ৪৬ জন গ্রাহকের মধ্যে বিদ্যুৎ পাচ্ছেন কেবল ৫০০ জন।

শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিশেষ বুলেটিনে এ কথা জানানো হয়েছে।

জেলার ১৭টি বিদ্যুৎ উপকেন্দ্রের একটিও চালু নেই। ১০৭টি ১১ কেভি ফিডারের মধ্যে ১০৬টিই বন্ধ করে রাখতে হয়েছে।

মোবাইল নেটওয়ার্ক অকার্যকর হয়ে পড়ার কারণে বিদ্যুৎ অবকাঠামোর ক্ষয়ক্ষতির চিত্রও জানতে পারেনি পল্লী বিদ্যুৎ।

তবে অন্যান্য জেলায় পোল, ট্রান্সফরমার, স্প্যান, ইনস্যুলেটর ও মিটার মিলিয়ে মোট সাত কোটি ৯৫ লাখ ৯০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিতে ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী,কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, সিলেট, মৌলভীবাজারে প্রবল বন্যা দেখা দিয়েছে। গত দুই দিনে এসব জেলায় ১৫ জনের মৃত্যু হয়েছে বলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে।

নয়টি জেলায় পল্লী বিদ্যুতের ১১টি সমিতির আওতাভুক্ত ১৭৪টি উপকেন্দ্রের মধ্যে ২১টি বন্ধ রয়েছে। এসব এলাকার ৯০৮টি ১১ কেভি ফিডারের মধ্যে ২০৮টি বন্ধ রয়েছে।

বন্যা উপদ্রুত ১১ জেলায় পল্লী বিদ্যুতের ৫২ লাখ গ্রাহকের মধ্যে ১১ লাখের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।