বিদ্যুৎ বিভাগের নতুন সচিব ফারজানা মমতাজ

নিজস্ব প্রতিবেদক:

ফারজানা মমতাজকে পদোন্নতি দিয়ে বিদ্যুৎ বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন।

রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

উপসচিব জামিলা শবনব স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারজানা মমতাজকে পদোন্নতি দিয়ে বিদ্যুৎ বিভাগের সচিব পদে পদায়ন করা হলো।

জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে।

তিনি বিদ্যুৎ বিভাগের বর্তমান জ্যেষ্ঠ সচিব মো. হাবিবুর রহমানের স্থলাভিষিক্ত হচ্ছেন। হাবিবুর রহমান ৯ই অক্টোবর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন।

ফারজানা মমতাজ কৃষি মন্ত্রণালয়ের আগে বিদ্যুৎ বিভাগের অধীন টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি কর্তৃপক্ষের (স্রেডা) পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।