বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যু: নির্বাহী প্রকৌশলীসহ ২জন বরখাস্ত
ঢাকা, ২৫শে অক্টোবর ২০২৪:
বিদ্যুৎ তড়িতাহতের ঘটনায় দুইজনকে বরখাস্ত করা হয়েছে। এই ঘটনায় ডিপিডিসির মানিকনগর সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ার ও নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. সেলিম সিরাজ এবং অফিস সহকারি মো. আলী আজম খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ডিপিডিসি (কর্মচারী) সার্ভিস রুলস ২০১৭ এর ৭.৬ বিধি মোতাবেক তাদের এই শাস্তি দেয়া হয়েছে।
এনওসিএস মানিকনগর, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) দপ্তরের আওতাধীন ১১ কেভি ওয়াসা বহির্গামী ফিডারে মেরামত কাজ বাস্তবায়নের সময় তড়িতাহত হয়ে আহত ও নিহতের ঘটনায় ডিপিডিসি’র নির্বাহী পরিচালক (অপারেশন্স) কিউ. এম. শফিকুল ইসলাম এঁর নেতৃত্বে ঘটনার দিন রাতেই এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ঘটনার প্রাথমিক তদন্তে দায়িত্বে অবহেলার দায়ে দুইজনকে বরখাস্ত করা হয়েছে।
বিদ্যুৎ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কমিটির প্রাথমিক তদন্তে ডিপিডিসির দু’জনের সম্পৃক্ততা পাওয়ায় তাদেরকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে এবং পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (২১শে অক্টোবর) সন্ধ্যায় মানিকনগর এলাকায় উচ্চচাপ (এইচটি ক্যাবল) বিদ্যুৎলাইনের তার পরিবর্তনের কাজ করতে গিয়ে দুর্ঘটনা ঘটে। এতে বিদ্যুৎ লাইনকর্মী (ফোরম্যান) মো. নবীর হোসেনের মৃত্যু হয়। মাসুম মিয়া ও রবিউল ইসলাম আহত হন। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান মানিকনগরে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরে আহতদের চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যান।
উপদেষ্টার সাথে এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব ও ডিপিডিসি’র চেয়ারম্যান মো. এহছানুল হক, বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ, ডিপিডিসি ও ঠিকাদারী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।