কয়লা সংকটে মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ
নিজস্ব প্রতিবেদক:
কয়লা সংকটের কারণে বৃহস্পতিবার (৩১শে অক্টোবর) থেকে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন সম্পূর্ন বন্ধ আছে।
কোল পাওয়ার জেনারেশন কোম্পানির ঊর্দ্ধতন কর্মকর্তা জানান, কয়লার মজুদ পুরোপুরি শেষ হয়ে যাওয়ায় ১২০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার দুটি ইউনিটেরই বিদ্যুৎ উৎপাদন আপাতত বন্ধ আছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন করে ইন্দোনেশিয়া থেকে কয়লা আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে নভেম্বরের শেষ নাগাদ এই কয়লা দেশে আসবে। তখন আবার চালু হবে বিদ্যুৎকেন্দ্র।
বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট ২০২৩ সালের জুলাই এবং অন্য ইউনিটটি ডিসেম্বরে চালু হয়।