অভিযানে জরিমানাসহ ৪ হাজার ৪৪ কেজি পলিথিন জব্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা (মঙ্গলবার, ৫ই নভেম্বর ২০২৪):

দেশে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার দায়ে ১৫ টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর।

অভিযানে ৪৭ টি প্রতিষ্ঠানকে এক লাখ ঊনআশি হাজার নয়শত টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে এই জরিমানা আদায় করা হয়েছে।

পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এসময় আনুমানিক ৪ হাজার ৪৪ কেজি পলিথিন জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তর দূষণ বিরোধী এ ধরণের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে।