গ্যাসের মূল্য সমন্বয়ের প্রস্তাবটি ভুলভাবে প্রচার করা হচ্ছে: উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (শুক্রবার, ১০ই জানুয়ারি ২০২৫):
পেট্রোবাংলার গ্যাসের মূল্য সমন্বয়ের প্রস্তাবটি ভুলভাবে প্রচার করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, যারা অতিরিক্ত বা নতুন শিল্পে গ্যাস নিতে চান তাদের বাড়তি মূল্য দিতে হবে। কেনো না আমাদের দেশে গ্যাসের উৎপাদন কমছে। ফলে এলএনজি আমদানী করতে হচ্ছে। সঞ্চালন ব্যয়সহ যার মূল্য ইউনিট প্রতি ৭০ টাকার মতো। তার ওপর ভ্যাট ১৫ শতাংশ।
উপদেষ্টার পোস্টটি হুবহু তুলে ধরা হলো:
‘পেট্রোবাংলার গ্যাসের মূল্য সমন্বয়ের প্রস্তাবটি ভুলভাবে প্রচার করা হচ্ছে। বিদ্যমান শিল্পে গ্যাস এর মূল্য প্রতি ইউনিট গ্যাসের মূল্য ৩০ টাকাই থাকছে।
যারা অতিরিক্ত বা নতুন শিল্পে গ্যাস নিতে চান তাদের বাড়তি মূল্য দিতে হবে। কেননা আমাদের দেশে গ্যাসের উৎপাদন কমছে। ফলে এলএনজি আমদানী করতে হচ্ছে। সঞ্চালন ব্যয় সহ যার মূল্য ইউনিট প্রতি ৭০ টাকার মতো। তার উপর ভ্যাট ১৫ শতাংশ।
কোন সরকারই ৭০ টাকায় গ্যাস কিনে শিল্পকে ৩০ টাকায় দিতে পারেনা। এমনিতেই গ্যাস খাতে সরকারের ভর্তুকির পরিমাণ ২০,০০০ কোটি টাকা।উল্লেখ্য বিদ্যুৎ খাতে ভর্তুকির পরিমাণ ৩২,০০০ কোটি টাকা। বিগত সরকারের বিদ্যুৎ খাতের দুর্বৃত্তায়নের ফলশ্রুতি এটি।
সকল বিষয় বিবেচনায় ও সকলের মতামত নিয়ে, সরকার নয়, বিইআরসি বাড়তি গ্যাসের মূল্য নির্ধারণ করবে।’