জ্বালানি সংস্কার বিলে স্বাক্ষর মেক্সিকোর প্রেসিডেন্টের
বিদেশী বিনিয়োগকারীদের কাছে জ্বালানি খাত উন্মুক্ত করতে আইনসভায় অনুমোদিত বিলটিতে স্বাক্ষর করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিতো। এর মধ্য দিয়ে তেল অনুসন্ধানে রাষ্ট্রায়ত্ত কোম্পানির ৭৬ বছরের একচেটিয়া আধিপত্যের অবসান ঘটতে যাচ্ছে। খবর এএফপি।
সিনেটে অনুমোদিত হওয়ার পাঁচ দিনের মাথায় জ্বালানি সংস্কার বিলটিতে স্বাক্ষরের পর প্রেসিডেন্ট নিতো বলেন, এর মধ্য দিয়ে মেক্সিকোয় একটি ঐতিহাসিক পরিবর্তন ঘটে গেছে, যা আগামী বছরগুলোয় দেশটির প্রবৃদ্ধি ও উন্নয়ন ত্বরান্বিত করবে।
লাতিন আমেরিকার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিকে প্রতিযোগিতা সক্ষমতায় এগিয়ে নিতে মধ্যপন্থী এ নেতার সবচেয়ে উচ্চাভিলাষী রাজনৈতিক পরিকল্পনাগুলোর একটি ছিল জ্বালানি সংস্কার।
জ্বালানি অনুসন্ধান ও উত্তোলনে রাষ্ট্রায়ত্ত খাত যথেষ্ট দক্ষতার পরিচয় দিতে ব্যর্থ হচ্ছিল। ২০০৪ সালে দেশটির দৈনিক তেল উত্তোলন ছিল ৩৪ লাখ ব্যারেল, বর্তমানে যা ২৫ লাখে নেমে এসেছে। বিদ্যুতের দাম কমিয়ে প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়নে তেল উত্তোলন বাড়ানোর চাপে ছিল মেক্সিকো।
তবে বিরোধী বামপন্থীরা প্রেসিডেন্টের বিরুদ্ধে রাষ্ট্রায়ত্ত তেল শিল্প ধ্বংসের অভিযোগ করছেন। তাদের বক্তব্য, সংস্কারের নামে মেক্সিকোর রাজস্বের অন্যতম উত্স সরকারি জ্বালানি কোম্পানি পিম্যাক্সকে ধ্বংস করা হচ্ছে। জ্বালানি খাতে প্রাধান্য বিস্তারের সুযোগ করে দেয়া হচ্ছে বহুজাতিক কোম্পানিগুলোকে। ১৯৩৮ সালে জাতীয়করণ হয় মেক্সিকোর তেল শিল্প।
প্রেসিডেন্ট অবশ্য জাতীয় সম্পদের সুরক্ষার অঙ্গীকার করছেন। প্রশাসনকে আগামী অক্টোবরের মধ্যে নতুন ব্যবস্থার আইনি খুঁটিনাটি সেরে ফেলার নির্দেশ দিয়েছেন তিনি। বিদেশীদের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে তেল-গ্যাস উত্তোলন ও বিদ্যুত্ উত্পাদন বাড়ানো, বিদ্যুত্ ও জ্বালানির দাম কমিয়ে বিশ্বের ম্যানুফ্যাকচারারদের আকৃষ্ট করার মাধ্যমেই প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বাড়াতে চান নিতো।