আমিনবাজার বিদ্যুতের গ্রিড উপকেন্দ্রে আগুন নিয়ন্ত্রণে, তদন্ত কমিটি গঠন

Oplus_131072

নিজস্ব প্রতিবেদক, ঢাকা (মঙ্গলবার. ১১ই মার্চ ২০২৫):

সাভারের আমিন বাজার পাওয়ার গ্রিডের বিদ্যুৎ উপকেন্দ্রে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার সকাল ৭টা ৮ মিনিটে সাভারের আমিন বাজারে অবস্থিত বাংলাদেশ পাওয়ার গ্রিডের ৪০০/১৩২ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রের একটি ট্রান্সফারে আগুনের সূত্রপাত হয়।

খবরে প্রথমে সাভার ও ট্যানারি ফায়ার স্টেশন থেকে ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বেশি থাকায় আশপাশের স্টেশন থেকে আরও ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পরে সোয়া নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনের কারণ এখনও নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ বা ফায়ার সার্ভিস।

আমিনবাজার পাওয়ার গ্রিডের পক্ষ থেকে বলা হয়েছে, উপকেন্দ্রের ট্রান্সফরমারে আগুন লেগেছে। এতে কিছুক্ষণের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। পরে বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহ করা হয়।ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া জানানো সম্ভব নয়।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) জানিয়েছে, বিষয়টি তদন্ত করতে প্রধান প্রকৌশলী (সিস্টেম অপারেশন) বি এম মিজানুল হাসানকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে।

এই ঘটনায় সাভার এলাকায় কিছুক্ষণের জন্য বিদ্যুৎ ছিল না। পরে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।