চীন প্রাকৃতিক গ্যাসের দাম বাড়াবে
আগামী ১ সেপ্টেম্বর থেকে বাণিজ্যিক কাজে ব্যবহূত প্রাকৃতিক গ্যাসের পাইকারি দাম ২০ দশমিক ৫ শতাংশ বাড়াবে চীন। সামগ্রিকভাবে জ্বালানির মূল্য সংস্কারের উদ্দেশ্যে নেয়া এটি দেশটির দ্বিতীয় উদ্যোগ। খবর সিনহুয়া।
চীনের শীর্ষ অর্থনৈতিক পরিকল্পনা প্রতিষ্ঠান দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন (এনডিআরসি) গত মঙ্গলবার জানায়, ২০১২ সালে বাণিজ্যিক ব্যবসা প্রতিষ্ঠান ও কারখানায় ১১২ বিলিয়ন কিউবিক মিটার প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়েছে। এর ওপর ভিত্তি করেই নতুন দাম সমন্বয় করা হবে। দাম সমন্বয়ের পর বাণিজ্যিক কাজে ব্যবহূত প্রাকৃতিক গ্যাসের পাইকারি দাম প্রতি কিউবিক মিটারে দশমিক ৪ ইউয়ান বেড়ে দাঁড়াবে ২ দশমিক ৩৫ ইউয়ানে।
দেশটির জ্বালানির দাম সংস্কারের বৃহত্তর উদ্যোগ নিয়েছে এনডিআরসি। এর অংশ হিসেবে সংস্থাটি গত বছরের জুলাইয়ে বাণিজ্যিক কাজে ব্যবহূত প্রাকৃতিক গ্যাসের পাইকারি দাম ১৫ দশমিক ৪ শতাংশ বাড়িয়েছিল।
এনডিআরসি বলছে, জ্বালানির দাম সংস্কারে তারা যে উদ্যোগ নিয়েছে, তা চাহিদা ও জোগানের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলেছে। এছাড়া এর ফলে স্থানীয় গ্যাসক্ষেত্র উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত হয়েছে।
সংস্থাটি আরো জানায়, ২০১৫ সালের মধ্যে বাণিজ্যিক ও বাসাবাড়িতে ব্যবহূত গ্যাসের দামের বেশ পরিবর্তন আনা হবে। প্রায় ৮০ শতাংশ বাসাবাড়িতে স্বল্পমূল্যে গ্যাস সরবরাহের পরিকল্পনা রয়েছে তাদের।
আগামী ১ সেপ্টেম্বর থেকে রফতানিকৃত তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং শিলা ও কয়লা থেকে প্রস্তুত গ্যাসের দামের ওপর থেকে নিয়ন্ত্রণ তুলে নেয়ারও ঘোষণা দিয়েছে এনডিআরসি।
কমিশনের একজন কর্মকর্তা জানান, আয় বৃদ্ধি ও বায়ুদূষণ কমায় প্রাকৃতিক গ্যাসের চাহিদা বাড়বে। শুল্ক অধিদফতরের তথ্য অনুযায়ী, গত বছর ৫৩ বিলিয়ন কিউবিক মিটার গ্যাস আমদানি করে চীন, যা মোট ব্যবহারের ৩০ শতাংশ।
চায়না গ্যাস অ্যাসোসিয়েশনের মহাসচিব চি জোংজিং বলেন, দামের এ পরিবর্তন স্থানীয় গ্যাসক্ষেত্র উন্নয়নে সাহায্য করবে। সরকার নমনীয় হওয়ায় শীতকালীন গ্যাস সংকটের সময় বাজার দ্রুত ব্যবস্থা নিতে পারবে।