বিদ্যুৎ বিল বাণিজ্যিক নয় আবাসিক চান অটোচালকরা

ইবি ডেস্ক/ ঢাকা পোস্ট, চাঁপাইনবাবগঞ্জ (রোববার, ২৮শে সেপ্টেম্বর ২০২৫):

অটোরিকশার জন্য বিদ্যুৎ বিল বাণিজ্যিক নয় আবাসিক রাখার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন অটোচালকরা। পরে পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারের আশ্বাস পাওয়ার পর বিক্ষোভ স্থগিত করা হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অফিসের সামনে সদর উপজেলার হায়াত মোড়, দেবীনগর, শাজাহানপুর, সুন্দরপুর, চরবাঘডাঙ্গা ও ইসলামপুর এলাকার প্রায় দুই শতাধিক অটোচালক এই বিক্ষোভে অংশ নেন।

বিক্ষোভকারীরা জানান, তারা এতদিন আবাসিক হারে বিদ্যুৎ বিল পরিশোধ করতেন। কিন্তু হঠাৎ করেই বিদ্যুৎ বিল বাণিজ্যিক হারে নেওয়ার ফলে তাদের উপর অতিরিক্ত আর্থিক চাপ পড়ছে। আগের থেকে দ্বিগুণ বিল আসছে। অটো চালিয়ে যা আয় হয়, তাতে সংসার চালানোই কঠিন। তার মধ্যে দ্বিগুণ বিল দেওয়া সম্ভব নয়। তাই তারা আগের মতো আবাসিক হারে বিদ্যুৎ বিল নেওয়ার দাবি জানান।

বিক্ষোভে অংশ নেওয়া অটোচালক সোহেল রানা, অসিম ও বাবু বলেন, এত বেশি বিল দিয়ে গাড়ি চালিয়ে সংসার চালানো সম্ভব নয়। আমরা আগের অবস্থায় ফিরে যেতে চাই।

এ সময় চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হাওলাদার ফজলুর রহমান বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অটোচালকদের বিদ্যুৎ বিল বাণিজ্যিক হারে রূপান্তর করা হয়েছে। বিক্ষোভকারীদের কিছুটা সময় দেওয়া হয়েছে। তাদের সঙ্গে কথা হয়েছে এবং আগামীতে চার্জিং স্টেশন রূপান্তর করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. একরামুল হক জানান, বিদ্যুৎ বিল বেশি আসার অভিযোগে অটোচালকরা পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করেছিল। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।