জ্বালানি তেলের দাম বাড়লো লিটারে ২টাকা
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (রোববার, ৩০শে ডিসেম্বর ২০২৫):
জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। বিশ্ববাজারে দাম কমলেও ডিসেম্বর মাসের জন্য দেশে দাম বাড়ানো হলো।
প্রতি লিটারে দুই টাকা করে বাড়িয়ে ডিজেল ১০৪ টাকা, অকটেন ১২৪ টাকা, পেট্রোল ১২০ টাকা এবং কেরোসিন ১১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
পয়লা ডিসেম্বর থেকে এ দাম কার্যকর হবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে এই দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।