পিডিবির রেকর্ড লোকসান, এক বছরে বেড়ে দ্বিগুণ

নিজস্ব প্রতিবেদক/বিডিনিউজ:

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ২০২৪–২৫ অর্থবছরে লোকসানের নতুন রেকর্ড গড়েছে। আগের অর্থবছরের তুলনায় প্রায় দ্বিগুণ বেড়ে লোকসান পৌঁছেছে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে।

দেশের বিদ্যুৎ খাতের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা রাষ্ট্রায়ত্ত এ সংস্থার প্রকাশিত তথ্যে দেখা যায়, সদ্যসমাপ্ত অর্থবছরে পিডিবির লোকসান হয়েছে ১৭ হাজার কোটি টাকার বেশি, যা ২০২৩–২৪ অর্থবছরে ৮ হাজার ৭৬৪ কোটি টাকা ছিল। এক বছরে লোকসান বেড়েছে ৮ হাজার ২৫৭ কোটি টাকা।

পিডিবির অডিটর প্রতিবেদনে লোকসানের এই চিত্র উঠে এসেছে।

বিদ্যুৎ খাতে সরকারের ভর্তুকি ২০২৪–২৫ অর্থবছরে বেড়ে দাঁড়িয়েছে ৩৮ হাজার ৬৩৭ কোটি টাকায়, আগের বছর যা ৩৮ হাজার ২৯০ কোটি টাকা ছিল।

জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ইজাজ হোসেন বলেন, বিদ্যুৎ খাত ঠিক করতে যে কাঠামোগত পরিবর্তন দরকার, বর্তমান সরকার তা করতে ব্যর্থ হয়েছে বলেই মনে হচ্ছে। লোকসান কমানোর দুটি পথ রয়েছে। উৎপাদন ব্যয় কমানো অথবা খুচরা বিদ্যুতের দাম বাড়ানো। কিংবা দুটোই একসঙ্গে করা। কিন্তু ক্ষমতায় এসে বিদ্যুতের দাম না বাড়ানোর অঙ্গীকার করেছে অন্তর্বর্তী সরকার, যা অর্থনৈতিক নয়, বরং রাজনৈতিক সিদ্ধান্ত। আবার উৎপাদন ব্যয়ও আগের মত উচ্চ পর্যায়ে রয়ে গেছে।

বিভিন্ন বিদ্যুৎ চুক্তি, যার মাধ্যমে দেশি-বিদেশি কিছু কোম্পানি বিদ্যুৎ উৎপাদন করুক বা না করুক, নিশ্চিত মুনাফা পেয়ে এসেছে। এই মুনাফার মূল ভিত্তি হল ক্যাপাসিটি চার্জ, যার আওতায় বিদ্যুৎকেন্দ্র নির্মাণকারী ও বিনিয়োগকারীরা সাধারণত ১৫ শতাংশ পর্যন্ত নিশ্চিত মুনাফা পান, এমনকি কেন্দ্রটি বসে থাকলেও। এটা পিডিবির লোকসান বাড়ার অন্যতম কারণ।

বাংলাদেশে গৃহস্থালির অনেক গ্রাহক ভর্তুকি মূল্যে বিদ্যুৎ ব্যবহার করেন। মোট বিদ্যুৎতের প্রায় ৫৫ শতাংশই ব্যবহার হয় গৃহস্থালি খাতে। শিল্প খাতে বিদ্যুতের দাম উৎপাদন ব্যয়ের চেয়ে বেশি হলেও অনেক শিল্প কারখানা গ্যাসচালিত নিজস্ব ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্রের ওপর নির্ভরশীল।

আমদানিনির্ভর জ্বালানির ওপর ভর করে উৎপাদন সক্ষমতা পাঁচ গুণের বেশি বাড়ানোর পর লোকসান দ্রুত বাড়তে থাকে। ২০১০–১১ অর্থবছরে প্রথমবারের মতো পিডিবির লোকসান ১ হাজার কোটি টাকা ছাড়ায়। গত ১৭ বছর ধরে পিডিবি টানা লোকসানের মধ্যেই আছে।

পিডিবির চেয়ারম্যান রেজাউল করিম বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর যেসব পদক্ষেপে নেওয়া হয়েছে, তাতে পিডিবির প্রায় ৮০০ কোটি টাকা সাশ্রয় হয়েছে।