গ্যাসের অবৈধ পাইপ বৈধ হবে না

পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর বলেছেন, গ্যাসের অবৈধ পাইপলাইন বৈধ করা হবে না। অবৈধ সংযোগকে বৈধ করতে অনেক সুযোগ দেয়া হয়েছে। আর ছাড় নয়। কেউ নতুন করে অবৈধ পাইপ বৈধের সুযোগ পাবে না। যদি এজন্য কোনো চাপ আসে তাও মোকাবেলা করা হবে।
সোমবার তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন ও ট্রান্সমিশন কোম্পানি লি. (টিজিটিডিসিএল) ‘অগ্নি নির্বাপণ ও প্রাথমিক চিকিৎসা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। রাজধানির কাওরান বাজারে অবস্থিত তিতাস ভবনে তিতাস এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যৌথভাবে দু’দিনের এ কর্মশালার আয়োজন করেছে।
তিতাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নওশাদ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রকল্কপ্প পরিচালক মেজর একেএম শাকিল।
হোসেন মনসুর বলেন, অব্যবস্থাপনার মাধ্যমে যেসব পাইপ বসানো হয়েছে তাতে নিম্নমানের পাইপ ব্যবহার করা হয়েছে। এতে দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু এ জন্য তিতাস দায়ী থাকবে না। যারা লাইন নিয়েছেন তারাই দায়ী। তিনি বলেন, নিম্নমানের পাইপের কারণে প্রায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। আগুন নেভাতে গিয়ে তিতাসের কর্মীরা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অন্যদের অবৈধ কর্মকাণ্ডের জন্য তিতাসের কর্মকর্তা-কর্মচারিরা ঝুঁকি নেবে না। তিনি বলেন, তিতাসে দুর্নীতি হয় না এটা বলা ঠিক হবে না। তবে তিতাসের ওপর সব সময় নজরদারি করা হয়।
কর্মশালায় তিতাস গ্যাসের প্রায় ৪০ জন কর্মকর্তা-কর্মচারি অংশ নিয়েছেন।