জলবায়ুর তথ্য জানতে নাসার উদ্যোগ

মহাকাশে আগামী সপ্তাহে অত্যাধুনিক কিছু যন্ত্রপাতি ও প্রযুক্তিপণ্য পাঠাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা)। এসব যন্ত্রপাতি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) যুক্ত হয়ে পৃথিবীর জলবায়ু সম্পর্কে বিশদ তথ্য জানাতে পারবে। নাসার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, স্পেসএক্স নামের একটি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে ২০ অথবা ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ কার্নিভাল এয়ার ফোর্স স্টেশন থেকে ড্রাগন কার্গো স্পেসক্রাফট (মালপত্রবাহী মহাকাশযান) যাত্রা করবে। এটি উৎক্ষেপণে ব্যবহার করা হবে ফ্যালকন নাইন রকেট। মহাকাশযানটিতে থাকবে পাঁচ হাজার পাউন্ড ওজনের বৈজ্ঞানিক যন্ত্রপাতি। যার মধ্যে আছে নাসার জেট প্রপালসন ল্যাবরেটরিতে তৈরি যন্ত্র আইএসএস-র্যাপিডস্ক্যাট। এ ছাড়া পাঠানো হচ্ছে জীব ও চিকিৎসাবিজ্ঞানের পরীক্ষা চালানোর কিছু যন্ত্রপাতি।