বড়পুকুরিয়ায় কয়লা উত্তোলন বন্ধ
দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনি থেকে ২০ দিন ধরে কয়লা উত্তোলন বন্ধ রয়েছে।উত্পাদনশীল ১২০৬ নম্বর কোল ফেজ থেকে উত্তোলন যোগ্য কয়লার মজুদ শেষ হওয়ায় ও নতুন কোল ফেজ থেকে কয়লা উত্তোলনের প্রস্তুতিমূলক কাজ চলায় কয়লার উত্পাদন বন্ধ রয়েছে।
বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক আমিনুজ্জামান বলেন, ১২০৬ নম্বর কোল ফেজ থেকে কয়লা উত্পাদন যন্ত্রপাতি সরিয়ে ১২০৫ নম্বর নতুন ফেজে স্থাপন কাজের জন্য কয়লার উত্পাদন বন্ধ রয়েছে।এটি কয়লা খনির একটি স্বাভাবিক কার্যক্রম।তিনি জানান, এ কাজের জন্য ৪০ থেকে ৪৫ দিন সময় লাগতে পারে।তবে আগামী মে মাসের প্রথম সপ্তাহে নতুন ফেজ হতে কয়লা উত্তোলন শুরু করা যাবে।তিনি বলেন, খনির কোল ইয়ার্ডে তিন লাখ মেট্রিক টন ধারণ ক্ষমতার বিপরীতে শনিবার পর্যন্ত মজুদ কয়লা পরিমান প্রায় সোয়া তিন লাখ মেট্রিক টন।কয়লার বিক্রি বাড়াতে টন প্রতি কয়লার দাম আরও এক হাজার টাকা কমানো হয়েছে।
প্রসঙ্গত, প্রতি টন কয়লার দাম আরো ১ হাজার টাকা কমিয়ে ৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত নভেম্বর মাসে চলতি ইট ভাটা মৌসুমের শুরুতে প্রতি টন কয়লার মূল্য ১২ হাজার ৬৫৮ নির্ধারণ করে খনি কর্তৃপক্ষ।এতে বড়পুকুরিয়ার কয়লা বিক্রি প্রায় বন্ধের উপক্রম হয়।এরপর কয়লার দাম কয়েক দফা কমিয়ে টন প্রতি কয়লার মূল্য দশ হাজার দুই শত টাকা করা হয়।সর্বশেষ টন প্রতি আরো ১ হাজার টাকা কমিয়ে বর্তমানে নয় হাজার দুইশত টাকা (ভ্যাট ও লোডিং খরচসহ) করা হয়েছে।দাম কমানোর পর বিক্রি বেড়েছে বলে খনি কর্তৃপক্ষ জানিয়েছে।