আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস আজ

আজ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। জীবনব্যাপী সক্ষমতা’ এই শ্লোগানকে সামনে রেখে এবার বাংলাদেশে দিবসটি পালন করা হবে। জীবনের দীর্ঘসময় পেরিয়ে আনা দুর্যোগ মোকাবিলায় অভিজ্ঞ ব্যক্তিদের অভিজ্ঞতাদে কাজে লাগানোর ওপর এ বছর গুরুত্বারোপ করা হয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।
বাণীতে রাষ্ট্রপতি বলেন, ভৌগোলিক অবস্থান, জনসংখ্যার আধিক্য, জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রভৃতি কারণে বাংলাদেশ দুর্যোগে ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম। বন্যা, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিধস, নদী ভাঙনসহ নানাবিধ প্রাকৃতিক দুর্যোগ এ দেশের জনজীবনে নিত্যদিনের ঘটনা। জলবায়ু পরিবর্তনজনিত কারণে দুর্যোগের মাত্রা ও ধরণ পরিবর্তিত হওয়ার পাশাপাশি দ্রুত নগরায়নের ফলে মানবসৃষ্ট দুর্যোগও দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
আবদুল হামিদ বলেন, দেশের প্রবীণ ব্যক্তিদের দুর্যোগ মোকাবেলায় দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। দিবসটির এ বছরের প্রতিপাদ্য ‘জীবনব্যাপী সক্ষমতা’ বিবেচনায় রেখে প্রবীণদের অভিজ্ঞতা এবং বর্তমান বিজ্ঞানভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনার সমন্বয় ঘটাতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগ প্রতিরোধ করা সম্ভব নয়। কিন্তু যথাযথ কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দুর্যোগ ঝুঁকি কমানো, জানমাল এবং পরিবেশের ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে নামিয়ে আনা অনেকাংশে সম্ভব। দেশের জনগণই হবে দুর্যোগ মোকাবেলায় সবচেয়ে বড় শক্তি। তাই আমি দুর্যোগ মোকাবেলায় সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর পাশাপাশি সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাই।
প্রধানমন্ত্রী বলেন, যে কোন দুর্যোগে নারী, শিশু, প্রতিবন্ধী ও বয়স্ক ব্যক্তিরাই বেশি ক্ষতিগ্রস্ত হন। দুর্যোগ মোকাবেলায় প্রবীণদের দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের অর্জিত অভিজ্ঞতা ও জ্ঞান কাজে লাগিয়ে আমরা দুর্যোগ মোকাবেলায় জীবনব্যাপী সক্ষমতা অর্জন করতে পারি।
রাজধানীর ওসমানীর স্মৃতি মিলনায়তনে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু প্রধান অতিথি এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী বিশেষ অতিথি হিসেবে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের উদ্বোধন করবেন। এর সঙ্গে সঙ্গে দুর্যোগ মোকাবিলা ও ব্যবস্থাপনা বিষয়ে অভিজ্ঞ ব্যক্তি ও সংবাদকর্মীদের নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে। এছাড়া ওসমানী স্মৃতি মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সরঞ্জাম ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।