‘জ্বলছে আলো, চলছে দেশ, এগিয়েছে বাংলাদেশ’

‘জ্বলছে আলো, চলছে দেশ, আলোকিত বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে এবার পালন করা হবে বিদ্যুৎ সপ্তাহ। আগামী ১১ থেকে ১৩ ডিসেম্বর প্রতিবছরের মত এবারও জাতীয় বিদ্যুৎ সপ্তাহ পালন করা হবে।
বিদ্যুৎ সাশ্রয়ে জনসচেতনতা সৃস্টির জন্য তিনদিন নানা আয়োজনে এই সপ্তাহ পালন করা হবে। এবার বিদ্যুৎ সপ্তাহে থাকবে মেলা, ক্যা¤ক্স ও সেমিনার। মেলা হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সপ্তাহের কার্যত্রক্রম উদ্বোধন করতে পারেন।
পাওয়ার সেলের মহাপরিচালক মোহম্মদ হোসেইন বলেন, এখন পর্যন্ত আমরা সর্বোচ্চ সাত হাজার ৪১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছি। গ্যাসের সরবরাহ বাড়লে আট হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। এবার বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে এ খাতের শুধু অর্জন নয়, করণীয়, ভবিষ্যত কর্মপন্থা, প্রযুক্তি লোকসান, ব্যর্থতা, সুশাসনসহ বিভিন্ন বিষয়ে সেমিনার করা হবে। বিদ্যুৎ মেলায় বিদ্যুৎ সাশ্রয়ী বৈদ্যুতিক যন্ত্রপাতি প্রাধান্য পাবে। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি দেশি ও বিদেশি প্রতিষ্ঠান এ মেলায় অংশ নেবে।
বিদ্যুৎ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিবারের মতো এবারও বিভিন্ন ক্ষেত্রে ভাল করার জন্য পুরস্কার দেয়া হবে।