ভেড়ামারার সাব-স্টেশনে তদন্ত কমিটি
বিদ্যুৎ বিপর্যয়ের কারণ অনুসন্ধানে কুষ্টিয়ার ভেড়ামারায় ৮ সদস্যের তদন্ত কমিটি ৫০০ মেগাওয়াট হাই ভোল্টেজ বাংলাদেশ-ভারত ব্যাক টু ব্যাক ভেড়ামারা সাব-স্টেশন পরিদর্শন করেছেন। মঙ্গলবার বেলা ১১টায় তদন্ত কমিটি ভেড়ামারা রামকৃষ্ণপুর উপকেন্দ্রে পৌঁছান। তদন্ত কমিটির প্রধান হিসাবে নেতৃত্ব দিয়েছেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) ড. আহমেদ কায়কাউস। পরিদর্শনের সময় তদন্ত কমিটির সদস্য সচিব মোহাম্মদ হোসেন , সাব স্টেশনের নির্বাহী সচিব আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
কমিটির সদস্যরা উপকেন্দ্রের নিয়ন্ত্রন কক্ষ সহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ড. আহমেদ কায়কাউস সাংবাদিকদের এই বির্পযয়কে জাতীয় দুর্যোগ উল্লেখ করে বলেন, এই তদন্ত একটি চলমান প্রক্রিয়া। কারণ উদঘাটনে চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন নির্দেশনা রয়েছে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট বিভাগের সাথে আলোচনা করে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেয়া হতে পারে বলে তিনি জানান। আলোচনা সাপেক্ষেই চুড়ান্ত প্রতিবেদন জমা দেয়া হবে।
গত শনিবার হঠাৎ করেই বেলা ১১টা ২৭ মিনিট ২৮ সেকেন্ডে ভারত থেকে বিদ্যুৎ আমদানি বন্ধ হয়ে যায়। একই সময় সারা দেশে উৎপাদনে থাকা সব বিদ্যুৎকেন্দ্রও একযোগে বন্ধ হয়ে যায়। ফলে জাতীয় গ্রিড লাইন ফেল করে সারা দেশে দেখা দেয় চরম বিদ্যুৎ বিপর্যয়।