বিদ্যুৎ বিপর্যয়ের তদন্তে আশুগঞ্জে কমিটি
বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা তদন্তে বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন সরকার গঠিত তদন্ত কমিটি। সাত সদস্যের প্রতিনিধিদল বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি ঘুরে দেখাসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
বিদ্যুৎকেন্দ্রের পরিচালক (কারিগরি) মো. সাজ্জাদুর রহমান জানান, বিদ্যুৎ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রসাশন) ও তদন্ত কমিটির প্রধান ড. কাইউস আহমদের নেতৃত্বে সাত সদস্যের কমিটি সকাল ১০টার দিকে আশুগঞ্জে আসেন। এ সময় তদন্ত কমিটির সদস্য সচিব ও পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন, পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক মাসুম আল বেরুনী, ইজিসিবির ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল, ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিগ্রেডিয়ার (অব) নজরুল হাসান, পিডিবির সাবেক চেয়ারম্যান মো. খিজির খান, আরইবির সদস্য নুরুল আফসার, জেনারেশনের সদস্য শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
পরিদর্শনশেষে তদন্ত কমিটির প্রধান ড. কায়কাউস আহমদ জানান, মন্ত্রণালয় থেকে নির্ধারিত তিনদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার সময় বেধে দিলেও নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়া সম্ভব হবে না। তবে খুব শিগগির তদন্ত প্রতিবেদন দেয়া হবে। এ ছাড়া আরো কিছু বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করা হবে বলে তিনি জানান। তিনি জানান, কি কারণে গ্রীড বির্পযয়ের ঘটনা ঘটেছে এখনো তা নির্ধারণ করা যায়নি। তবে বৃহস্পতিবার তদন্তের অগ্রগতির বিষয়ে মন্ত্রণালয়কে অবহিত করা হবে এবং আরো সময় চাওয়া হবে। আগামী দিনে যাতে এ ধরনের কোন ঘটনা না ঘটে এ জন্য গ্রীড লাইনের কোথায় কি সমস্যা আছে তাও চিহ্নিত করা হচ্ছে।