২৪ থেকে ২৬ নভেম্বর পঞ্চগড়ে বিদ্যুৎ বন্ধ থাকবে
পাওয়ার গ্রিড সাব স্টেশনের বাৎসরিক সংস্কার কাজের জন্য ২৪, ২৫ ও ২৬ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পঞ্চগড় জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
কর্তৃপক্ষ জানায়, প্রতি বছর সংস্কার কাজের অংশ হিসেবে এই তিন দিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাবস্টেশনে সংস্কার কাজ করা হবে। এজন্য এই সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। তবে সংস্কারের পর বিদ্যুৎ সরবরাহ আরো ভাল হবে বলে তারা আশা প্রকাশ করেন।