বিদ্যুৎ মেলায় দেয়া হচ্ছে নতুন সংযোগ

বিদ্যুৎ মেলায় এসে আবেদন করলেই দেয়া হচ্ছে নতুন সংযোগ। বকেয়া বিলসহ অন্য কোন বিষয়ে অভিযোগ থাকলে সাথে সাথে করা হচ্ছে সমাধান। কারও লোড বাড়ানোর প্রয়োজন হলে তাও মিলছে সেখানে। মেলায় আছে বিদ্যুৎ বিল শোধ করার ব্যাংক বুথ। এবার এমনভাবেই সাজানো হচ্ছে বিদ্যুৎ মেলায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) স্টল। আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে তিন দিনের বিদ্যুৎ মেলা। বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়েছে। বিকেল তিনটায় মেলার উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। ‘জ্বলছে আলো চলছে দেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ শ্লোগানকে প্রতিপাদ্য নিয়ে এবার পালন করা হচ্ছে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ।
বিদ্যুৎ সপ্তাহ – ২০১৪ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের বাইরে আয়োজন করা হয়েছে বিদ্যুৎ মেলার। সরকারি বেসরকারি মোট ৯৭টি প্রতিষ্ঠান এ মেলায় অংশ নিচ্ছে। মেলায় নয়টি খাতে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরষ্কার দেয়া হবে। তিনদিনের মেলায় শেষ দুই দিন সেমিনারের আয়োজন করা হয়েছে। এছাড়া আগামী ১৬-১৮ ডিসেম্বর স্কাউটদের বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ক্যাম্পের উদ্ধোধন করবেন।