পরিবেশসম্মত উপায়ে তেল অপসারণে দাবি

সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী ট্যাংকার ডুবে যাওয়ার ঘটনায় পরিবেশসম্মত উপায়ে তেল অপসারণসহ এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পরিবেশবাদী সংগঠনসমূহ।
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানবন্ধনে এ দাবি জানায় পরিবশেবাদী সংগঠনের নেতারা। ইয়ুথ কোয়ালিশন ফর ক্লাইমেট জাস্টিস, সিরাক বাংলাদেশ ও অরুণোদয়ের তরুণ দল এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে ব্ক্তারা বলেন, গত ৯ ডিসেম্বর সুন্দরবনের শ্যালা নদীতে বিপুল পরিমাণ জ্বালানি তেলবাহী জাহাজ ডুবে যায়। এই তেলের আস্তরণের কারণে বিশ্বের সবচেয়ে বড় বনের গাছ মারা যাওয়াসহ জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি হচ্ছে। সুন্দরবনে পরিবেশ বিপর্যয় কাটিয়ে বনকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে।
জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বিশেষজ্ঞসহ সমন্বয় কমিটি গঠন করে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করারও দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য দেন ইয়ুথ কোয়ালিশন ফর ক্লাইমেট জাস্টিসের আহ্বায়ক এস এম সৈকত, সিরাক বাংলাদেশের কর্মসূচি সমন্বয়কারী সৈয়দ মাজারুল ইসলাম রুবেল, অরুণোদয়ের তরুণ দলের সভাপতি শহীদুল ইসলাম বাবু, ডাব্লিউবিবি ট্রাস্টের সৈয়দ সাইফুল আলম, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের মহানগর সভাপতি রায়হান তাহারাত লিয়ন প্রমুখ।