বিদ্যুৎ বিল বকেয়া থাকায় মামলা
সাত লক্ষাধিক টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় চট্টগ্রামের রামপুরে ৮টি মামলা এবং ৮টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার চট্টগ্রামের বিদ্যুৎ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসুদুল হকের নেতৃত্বে বিতরণ দক্ষিণাঞ্চল, বিউবো, চট্টগ্রামের বিক্রয় ও বিতরণ বিভাগ-রামপুরের আওতাধীন বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে এ পদক্ষেপ নেয়া হয়।
পিডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বিক্রয় ও বিতরণ বিভাগ-রামপুরের নির্বাহী প্রকৌশলী ইমাম হোসেনের তত্ত্বাবধানে উপ-বিভাগীয় প্রকৌশলী মো. ওয়াহিদুল হাসান, উপ-সহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
রামপুরের আনন্দীপুর, ধোপাপাড়া, মধ্যম রামপুর, ঈদগাঁহ বরফকল ইত্যাদি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিদ্যুৎ আদালতে অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য জরিমানা আটত্রিশ হাজার টাকা ও বকেয়া বিলের জন্য সাত লাখ একুশ হাজার ছয়শত একান্ন টাকার প্রসিকিউশন প্রদান করা হয়েছে।