গণসংহতি আন্দোলনের কর্মসূচিতে পুলিশের বাধা, আহত ৫
গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব অবিলম্বে বাতিলের দাবিতে গণসংহতি আন্দোলনের জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। এ সময় আহত হয় ৫ জন।বৃহস্পতিবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে । সংঘর্ষে আহতরা হলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মেহেদী হাসান, সদস্য জান্নাতুল মরিয়ম তামান্না,বিশ্বজিত দেবনাথ ও শাহীন আলম।জানা যায়, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব অবিলম্বে বাতিলের দাবিতে গণসংহতি আন্দোলন জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করলে পুলিশ তাতে বাধা দেয়। এতে পুলিশ ও গণসংহতি আন্দোলনকারীদের মধ্যে দস্তাদস্তির সৃষ্টির হয় এবং এ সময় ৫ জন আহত হয় ।গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকী বলেন, অবিলম্বে গ্যাস ও বিদ্যুতের দাম কমাতে হবে। নতুবা আমরা এর চেয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করবো ।
আমাদের যৌক্তিক দাবি না মানলে হরতাল কর্মসূচি দেয়া হবে বলেও তিনি জানান।ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের এডিসি ইব্রাহিম খান জানান,তাদের যৌক্তিক দাবি তারা পেশ করতে পারেন কিন্তু দাবি পেশের নামে যদি বিশৃঙ্খলা করে তাহলে পুলিশের দায়িত্ব পুলিশ পালন করবে ।
এ সময় আরো উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের সদস্য পার্থ ভূঁইয়া, রায়হান আহমেদসহ দেড় শতাধিক নেতাকর্মী ।