বড়পুকুরিয়া খনি শ্রমিকদের অবরোধ প্রত্যাহার

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিকরা অবরোধ তুলে নিয়েছে।বুধবার রাতে কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি অনুযায়ি নতুন জনবল কাঠামো বাতিল করে পুরানোটা বহালের ঘোষণা দেয়।এরপর তারা অবরোধ প্রত্যাহার করে।

বুধবার দ্বিতীয় দিনের মতো বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিকরা প্রশাসনিক ভবন অবরোধ করে রাখে।এ অবস্থায় রাত সোয়া ৯টার দিকে খনির ব্যবস্থাপনা পরিচালক আমিনুজ্জামান আন্দোলনরত শ্রমিকদের জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নেয়ার সিদব্দান্ল নিয়েছেন।সে অনুযায়ী নতুন জনবল কাঠামো বাতিল করা হবে।সেই সঙ্গে পুরনো জনবল কাঠামো পুনর্বহাল করা হবে।ব্যবস্থাপনা পরিচালকের এ ঘোষণার পর শ্রমিকরা তাদের অবরোধ প্রত্যাহার করেছে।এতে টানা দুই দিন অবরুদদব্দ থাকার পর খনির ৬০-৬৫ জন কর্মকর্তা মুক্ত হলেন।

গত রোববার শ্রমিকরা দাবি আদায়ের জন্য ৪৮ ঘন্টার লিখিত আলটিমেটাম দেয়।পরে তাদের দাবি মেনে না নেয়ায় শ্রমিকরা প্রশাসনিক ভবন ঘেরাও করে কর্মকর্তাদের অবরুদব্দ করে রাখে।