সুন্দরবনের শ্যালা নদী পরিদর্শনে বিএনপির তদন্ত টিম

সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী ট্যাঙ্কার দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি পরিদর্শনে গেছেন বিএনপির তদন্ত টিম। সোমবার সকাল ৬টায় সুন্দরবনের উদ্দেশে রাজধানী ছেড়ে যান তারা। ওই টিম ট্যাঙ্কারের তেল ছড়িয়ে পড়ায় সুন্দরবনের বিপর্যয় ও জীব-বৈচিত্র্যে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করবেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান মানবজমিন অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত ২০শে ডিসেম্বরর  বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রমকে প্রধান করে সাত সদস্যের একটি তদন্ত টিম করে বিএনপি।  ওই কমিটিকে আগামী ২৫শে ডিসেম্বরের মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত কমিটির বাকি সদস্যরা হলেনÑ খুলনার মেয়র মনিরুজ্জামান মনি, বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, খুলনা জেলা বিএনপির সেক্রেটারি শফিকুল আলম মনা, বাগেরহাট জেলা বিএনপির সভাপতি আবদুস সালাম, পরিবেশ বিশেষজ্ঞ ড. ফরিদুল আলম ও পরিবেশ সাংবাদিকদের নেতা কামরুল হাসান।