ভিয়েতনাম তেল গ্যাস খাতে কাজ করতে আগ্রহী

বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে ভিয়েতনামের রাষ্ট্রদুথ গুয়েন কুয়াঙ থুক রোববার সচিবালয়ে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা পার¯ক্সারিক স্বার্থ সংশিèষ্ঠ বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করেন।
ভিয়েতনামের রাষ্ট্রদুত বাংলাদেশ ও ভিয়েতনামের পারষ্পরিক সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, তেল ও গ্যাস ক্ষেত্রে বাংলাদেশের অভিজ্ঞতা বিনিময় করতে আগ্রহী। ভিয়েতনাম ১৪ টি দেশে ১৮ টি প্রকল্কেপ্প কাজ করছে। বাপেক্সের তথ্য পর্যালোচনার কাজে ভিয়েতনাম সহযোগিতা করতে পারে।
প্রতিমন্ত্রী রাষ্ট্রুদূতকে বাংলাদেশে কাজ করার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ ও ভিয়েতনাম প্রায় একই সংস্কৃতির বন্ধুপ্রতিম রাষ্ট্র। দুই দেশই যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে। দুই দেশের মধ্যে পারস্পারিক সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র খুঁজে বের করা প্রয়োজন। যা থেকে দু’টি দেশই লাভবান হতে পারে। তেল ও গ্যাস ক্ষেত্রে যৌথভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
এ সময় ভিয়েতনাম দুতাবাসের উপপ্রধান গুয়েন ভিয়েট তুয়ান এবং জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব নাজিমউদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।