এলএনজি টার্মিনাল স্থাপনে অনুমোদন
দেশের চাহিদা মেটাতে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ভাসমান টার্মিনাল স্থাপনের অনুমোদন দেয়া হয়েছে। এই টার্মিনালে এলএনজিকে স্বাভাবিক গ্যাসে রূপান্তর করে দেশের মধ্যে সরবরাহ করা হবে।
টার্মিনাল স্থাপনের কাজ পেয়েছে আমেরিকান -সিঙ্গাপুর কনসোটিয়াম অব এ্যাস্ট্রা (এইসি) নামে একটি প্রতিষ্ঠান। এই টার্মিনাল দিয়ে প্রতিদিন ৫০ কোটি ঘনফুট গ্যাস আমদানি করা হবে। প্রতি হাজার ঘনফুটের গ্যাসের আনুমানিক দাম পড়বে প্রায় ১৭ ডলার। এটি দেশীয় উৎপাদিত গ্যাসের চেয়ে প্রায় ১০ গুন বেশি।
বুধবার সচিবালয়ে অর্থনৈতিক সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির বৈঠকে এলএনজি টার্মিনাল স্থাপনের নীতিগত অনুমোদন দেয়া হয়।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এতে সভাপতিত্ব করেন।
এসইসি এলএনজি টার্মিনাল নিজস্ব অর্থায়নে স্থাপন করবে। এই টার্মিনাল ব্যবহার করে সরকার ১৫ বছর গ্যাস আমদানি করবে। প্রতিবছর টার্মিনাল ব্যবহারের জন্যে সরকার ওই কোম্পানিকে নয় কোটি ১৬ লাখ ডলার দেবে। ৫০ কোটি ঘটনফুট গ্যাসের দাম পড়বে বছরে আনুমানিক ২৫৮ কোটি ডলার।