২০১৪ সালে বিশ্বের বৃহত্তম তেল ও গ্যাস উৎপাদনকারি দেশ যুক্তরাষ্ট্র

বৃহত্তম তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারি দেশ যুক্তরাষ্ট্র বিশ্বে তার অবস্থানের আরো বিস্তার ঘটিয়েছে। ২০১৪ সালে বিশ্বের বৃহত্তম তেল ও গ্যাস উৎপাদনকারি দেশ যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন জ্বালানি দপ্তর একথা জানায়।
রাশিয়া ও সৌদি আরবের তেল ও গ্যাস উৎপাদন তুলনামূলকভাবে একই অবস্থানে আছে। কিন্তু যুক্তরাষ্ট্র বৃটিশ থার্মাল ইউনিটের (বিটিইউ) জ্বালানি পরিমাপে উৎপাদন ১০ শতাংশ বাড়িয়েছে। ফলে গত বছর তাদের মোট উৎপাদন বেড়ে প্রায় ৫৫ কোয়াড্রিলিয়ন বিটিইউতে দাঁড়িয়েছে।
এর ফলে প্রতিদিন অপরিশোধিত তেলের উৎপাদন বেড়েছে ১.৬ মিলিয়ন ব্যারেল এবং প্রাকৃতিক গ্যাসের উৎপাদন বেড়েছে ১৩.৯ বিলিয়ন কিউবিক ফুট। যুক্তরাষ্ট্রের বর্তমান উৎপাদন সৌদি আরবের প্রায় দ্বিগুণ।
জানা যায়, গত বছরের দ্বিতীয়ার্ধে তেলের দাম প্রায় অর্ধেক কমে যাওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র তাদের উৎপাদন বাড়িয়েছে।