কোল ক্লাব গঠিত
দেশে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে কয়লার বিষয়ে তথ্য আদান প্রদানের জন্য কোল ক্লাব গঠন করা হয়েছে। পিডিবির চেয়ারম্যানকে আহ্বায়ক এবং পাওয়ার সেলের মহাপরিচালককে সদস্য সচিব করে ১৯ সদসের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
রোববার বিদ্যুৎ ভবনের বিজয় হলে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়নের জন্য কোল ক্লাব গঠন বিষয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ প্রস্তাব দেয়া হয়। বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলামের সভাপতিত্বে সভায় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীরবিক্রম, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, পিডিবির চেয়ারম্যান আবদুহু রুহুল্লাহ, পাওয়ার সেল এর মহাপরিচালক মোহম্মদ হোসেনসহ বিভিন্ন কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তা এবং বেসরকারি উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে এই ক্লাব তথ্য দিয়ে সহায়তা করবে। ক্লাবের কার্যালয় নির্ধারণ এবং এর গঠনতন্ত্র তৈরি করবে নতুন গঠিত কমিটি। পাশাপাশি পরবর্তী পদক্ষেপও নির্ধারণ করবে তারা।