চলতি বছরই চালু হবে কুদানকুলাম আণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিট
চলতি বছরই চালু হবে ১ হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ভারতের তামিলনাড়ুতে অবস্থিত কুদানকুলাম আণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিট। রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটমের সহায়তায় এ কেন্দ্রটি স্থাপন করা হয়েছে। ইউনিটটির নির্মাণ কাজ শেষ হয়েছে। বর্তমানে এটির বিভিন্ন যন্ত্রাংশের সমন্বয়ের কাজ চলছে।
রোসাটমের প্রথম উপ-প্রধান নির্বাহী আলেক্সান্দার লোসকিন সম্প্রতি রাশিয়ায় সংবাদ মাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান। তিনি বলেন, ইউনিটটি নির্মাণের অধিকাংশ কাজ করেছে ভারতীয় বিশেষজ্ঞরা, তাই ইউনিটটি চালুর ব্যাপারটি ভারতীয় পক্ষের ওপরও নির্ভর করছে। তবে চলতি বছরেই ইউনিটটি চালু হবে এটা নিশ্চিত।
এর আগে রোসাটমের সহায়তায় নির্মিত ১ হাজার মেগাওয়াট ক্ষমতার কুদানকুলাম প্রথম আণবিক শক্তি ইউনিটটি ২০১৪ সালের ৩১ ডিসেম্বর বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে। উভয় ইউনিটেই রুশ ভিভিইআর প্রযুক্তি ব্যবহƒত হয়েছে।
অপর একটি চুক্তির আওতায় কুদানকুলাম দ্বিতীয় প্রকল্পে তৃতীয় ও চতুর্থ ইউনিট স্থাপনেও সহায়তা করবে রোসাটম।
আণবিক শক্তি শিল্পে ভারত-রাশিয়া সহযোগিতার যে রোড ম্যাপ অনুমোদিত হয়েছে তার অধীনে ভারতে আরো ১৫টি আণবিক বিদ্যুৎ ইউনিট স্থাপনে সহযোগিতা দেবে রোসাটম।