আশুগঞ্জের বন্ধ ৩ ইউনিট চালু

যান্ত্রিক ত্রুটির কারণে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিট উৎপাদনে ফিরেছে। বুধবার বেলা ২টার দিকে ইউনিটগুলো চালু হয় বলে কর্তৃপক্ষ জানায়। আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী মো. ইয়াকুব জানান, সকাল ৮টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের সুইচ ইয়ার্ডের সাবস্টেশনে ১৩২ কেভি লাইনে ‘ট্রিপ’ করে।
এ সময় বিদ্যুৎ কেন্দ্রের চালুকৃত ৬৪ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ২ নম্বর ইউনিট, ১৫০ মেগাওয়াট ক্ষমতার ৩ নম্বর ইউনিট ও ৫০ মেগাওয়াট ক্ষমতার গ্যাস ইঞ্জিন ইউনিটের উৎপাদন একযোগে বন্ধ হয়ে যায়।
এ ঘটনার পর বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব প্রকৌশলীরা ত্রুটি সারানোর কাজ শুরু করেন। বেলা ২টায় বন্ধ হয়ে যাওয়া তিনটি ইউনিটে আবার উৎপাদন শুরু হয় বলে জানান তিনি।