আর্মেনিয়ার আণবিক বিদ্যুৎ কেন্দ্র উন্নয়নে কাজ করবে রোসাটম
আর্মেনিয়ার একমাত্র আণবিক বিদ্যুৎ কেন্দ্র মেটাসমোড়ের উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণের কাজ করবে রাশিয়ার রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠান রোসাটম। রোসাটমের সঙ্গে করা অর্থায়ন বিষয়ে করা দুইটি চুক্তি সম্প্রতি আর্মেনিয়ার জাতীয় এসেম্বলিতে অনুমোদন করা হয়।
গত বছরের ডিসেম্বর মাসে বিদ্যুৎকেন্দ্রটির মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত বাড়ানোর বিষয়ে একটি চুক্তি হয়। চলতি বছরের ফেব্র“য়ারিতে ঋণ ও আর্থিক অনুদান বিষয়ে দ্বিতীয় চুক্তিটি স্বাক্ষরিত হয়।
মেটাসমোড় আণবিক বিদ্যুৎ কেন্দ্রের উন্নয়নে কারিগরি সহায়তা দেবে রোসাটম। ২০১৭ সালে কাজ শুরু হবে এবং ৬ মাসের মধ্যেই শেষ করা হবে। রাশিয়ার কাছ থেকে আর্মেনিয়া ঋণ হিসেবে এ কাজের জন্য ২৭০ মিলিয়ন এবং অনুদান হিসেবে ৩০ মিলিয়ন মার্কিন ডলার পাবে। পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ঋণটি ১৫ বছরে পরিশোধ যোগ্য। সুদের হার বার্ষিক ৩ ভাগ।
কেন্দ্রটি ১৯৮০ সালে বিদ্যুৎ উৎপাদন শুরু করে এবং বর্তমানে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ৪০ ভাগ পূরণ করছে। ইউরো কমিশনের পর্যবেক্ষণ অনুযায়ী কেন্দ্রটি অনেক পূরনো, এর সংস্কার প্রয়োজন।