বাজেটে জ্বালানি তেলের দাম সমন্বয়
বাজেটে জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করা হবে বলে জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সোমবার অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি হোসেন খালেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অর্থমন্ত্রীর সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় বসেন। সভায় একথা জানান অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করা হবে। আন্তর্জাতিক বাজারে অনেক আগে জ্বালানি তেলের দাম কমলেও আমরা কমাইনি। কারণ আমরা আমদানির সময়েই অনেক ভর্তুকি দেই। এবারের বাজেটে দাম সমন্বয় করা হবে।
এসময় ব্যবসায়ী নেতারা দেশের ব্যবসা-বাণিজ্য প্রসারে বেশ কয়েকটি প্রস্তাব দেন।
এরমধ্যে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ বা পুনর্নিধারণ করা এবং মানসম্মত জ্বালানি তেল আমদানির উপর গুরুত্ব দিয়ে কৃষিখাত ও ভোক্তা পর্যায়ে অতিরিক্ত জ্বালানি সাশ্রয়ের প্রস্তাব দেন হোসেন খালেদ।মন্ত্রী এ বিষয়ে সম্মতি জানিয়ে জ্বালানি তেলের দাম সমন্বয়ের আশ্বাস দেন।