বিদ্যুতের তার কাটা: নাভানাকে ১২ লাখ টাকা জরিমানা
বিদ্যুতের মাটির নিচের তার কেটে ফেলায় নাভানা লিমিটেডকে প্রায় ১২ লাখ টাকা জরিমানা করেছে ডিপিডিসি। সোমবার ডিপিডিসি নাভানাকে এই জরিমানা করেছে। এরআগে মৌচাক-মালিবাগ ফ্লাইওভারের কাজ করার সময় বিদ্যুতের ক্যাবল কেটে ফেলার কারণে মেসার্স তমা কনস্ট্রাকশনকে ৮৬ লাখ টাকা জরিমানা করা হয়।
শনিবার নাভানা তেজকুনিপাড়া এলাকায় মাটির নিচে পানির পাইপের কাজ করার সময় ১১ কেভি বিদ্যুৎ ক্যাবল কেটে ফেলে। এতে প্রায় দেড় ঘন্টা প্রধানমন্ত্রীর কার্যালয়সহ অন্য এলাকায় বিদ্যুৎ ছিল না।
কাজে অবহেলার অভিযোগ এনে এই ঘটনায় তাদেরকে ১১ লাখ ৯৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ডিপিডিসি বিশেষ টাস্কফোর্স প্রধান মুনীর চৌধুরী এই জরিমানা করেন। তিনি জানান, ঠিকাদারী প্রতিষ্ঠানগুলোর অবহেলা এবং পেশাদারিত্বের অভাবে ভূগর্ভস্থ বিদ্যুৎ ক্যাবল ক্ষতিগ্রস্ত হয়েছে।