বিবিয়ানা ক্লিনিকে এক্স-রে মেশিন দিল শেভরন
বিবিয়ানায় ‘সূর্যের হাসি’ ক্লিনিকে অত্যাধুনিক এক্স-রে মেশিন দিয়েছে শেভরণ। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেভরনের এশিয়া-প্যাসিফিক-এর জেনারেল কাউন্সিলর মার্ক জোন্স এই মেশিন হস্তান্তর করেন। তিনি সিঙ্গাপুর থেকে বাংলাদেশ পরিদর্শনে এসেছেন। বিবিয়ানা এলাকায় শেভরণের সহায়তায় তিনটি সূর্যের হাসি ক্লিনিক পরিচালিত হয়।
এক্স-রে মেশিন হস্তান্তর অনুষ্ঠানে অন্যদের মধ্যে শেভরন বাংলাদেশ-এর প্রেসিডেন্ট কেভিন লিয়নের স্ত্রী কিমিয়া লিয়ন, মার্ক জোন্স-এর স্ত্রী মেলিসা জোন্স, এশিয়া-সাউথ-এর জেনারেল কাউন্সিলর জোসেফ টমকিউইস্ট’, শেভরন বাংলাদেশ-এর লিগ্যাল অ্যাফেয়ার্স পরিচালক চিজিওকে ইমোল এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্স পরিচালক নাসের আহামেদ উপস্থিত ছিলেন।
আধুনিক এক্স-রে মেশিনটি ভ্রাম্যমান। এটি এনাটমির উচ্চমানের ছবি তুলতে সক্ষম। প্রচলিত এক্স-রে মেশিন থেকে আলাদা। অতি উচ্চ ফ্রিকোয়েন্সি প্রযুক্তির এক্স-রে মেশিনে বিকিরণের মাত্রা অনেক কম, যা নবজাতকদের জন্যেও নিরাপদ। সিঙ্গাপুর থেকে পরিদর্শনে আসা মার্ক জোন্স এসময় বলেন, দক্ষতাসম্পন্ন এবং সপরিচালিত কমিউনিটি স্বাস্থ্যসেবা কেন্দ্রের অনন্য উদাহরণ ‘সূর্যের হাসি’ ক্লিনিকগুলো। যে নতন এক্স-রে মেশিনটি ক্লিনিকে আগতদের দ্রুত এবং যথাযথ ডায়াগনোসিস করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনটি কমিউনিটি ক্লিনিক ও ৩৪টি স্যাটেলাইট কেন্দ্র নিয়ে পরিচালিত এই স্বাস্থ্যসেবা নেটওয়ার্কের মাধ্যমে বছরে প্রায় এক লাখ মানুষ সেবা পেয়ে আসছে। আন্তর্জাতিক এনজিও পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল বাস্তবায়িত এই ক্লিনিকগুলো ইউএসএইড-এর অর্থায়নে দেশব্যাপী পরিচালিত সূর্যের হাসি কর্মসূচির অন্তভূর্ক্ত। ক্লিনিকগুলো প্রসবকালীন মা ও শিশুর স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা, টিকা, সাধারণ ল্যাবরেটরি ও ডায়গনোস্টিক সার্ভিস এবং আল্ট্রা-সনোগ্রাম ইত্যাদি করানোর ক্ষেত্রে কম খরচে মানসম্মত চিকিৎসার সুবিধা দিয়ে থাকে।