রামপাল বিদ্যুৎ: ফ্রান্সের ব্যাংককে বিনিয়োগে অনুরোধ করা হয়নি

ফ্রান্সের কোন ব্যাংককে রামপাল বিদ্যুৎ কেন্দ্রে বিনিয়োগের জন্য অনুরোধ করা হয়নি। একই সাথে পরিবেশ অধিদপ্তরের ৫৯ শর্ত মেনেই রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে অনুমোদন নেয়া হয়েছে।
রোববার বিদ্যুৎ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এই দাবি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশ অধিদপ্তরের শর্তগুলোর মধ্যে কিছু বিদ্যুৎ কেন্দ্র করার সময় বাস্তবায়ন করা হবে। কিছু শর্ত কেন্দ্র বাস্তবায়নের পরে করা হবে।
ফ্রান্সের তিনটি ব্যাংক বাংলাদেশের রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বিনিয়োগ করবে না বলে জানিয়েছে। কিন্তু বিদ্যুৎ বিভাগ বা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশীপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেডের (বিআইএফপিসিএল) পক্ষ থেকে এ বিষয়ে ব্যাংকগুলোকে কোন অনুরোধ করা হয়নি। ফ্রান্সের তিনটি ব্যাংক যথাক্রমে ক্রেডিট এগ্রিকোল, সোসেয়িতে জেনারেল ও বিএনপি পারিবাস সম্প্রতি রামপাল বিদ্যুৎ কেন্দ্রে বিনিয়োগ করবে না বলে জানিয়েছে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও ঐতিহ্যবিষয়ক সংস্থা ইউনেস্কো সুন্দরবনে পর্যবেক্ষক দল পাঠানোর যে সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বাগত জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।