ভ্যাটফাঁকি: সুপার রিফাইনারির বিরুদ্ধে মামলা করবে দুদক
জালানি তেল শোধনে তিন কোটি ৬০ লাখ টাকার ভ্যাট ফাঁকির অভিযোগ উঠেছে সুপার রিফাইনারী লিমিটেডের বিরুদ্ধে। এজন্য কোম্পানির বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহষ্পতিবার কমিশন সুপার রিফাইনারীর বিরুদ্ধে তিনটি মামলা করার অনুমতি দিয়েছে।
অনুসন্ধান কর্মকর্তা উপপরিচালক মির্জা জাহিদুল আলম চট্টগ্রামের সংশ্লিষ্ঠ থানায় এই মামলা করবেন।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সেলিম আহমেদ, তার স্ত্রী ও পরিচালক লুৎফুলন্নেছা আহমেদ এবং কোম্পানির পরিচালক ও সেলিম আহমেদের ছেলে সাজির আহমেদ এর বিরুদ্ধে এই মামলা করা হবে বলে দুদক কর্মকর্তা জানিয়েছেন।
জানা গেছে, বিদেশ থেকে কনডেনসেট আমদানি’র পর তা শোধন করে সরকারের কাছে জালানি তেল বিক্রি করার কথা। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিয়ম অনুযায়ি পাঁচ শতাংশের বেশি অপচয় দেখানো যাবেনা। কিন্তু তারা অযৌক্তিকভাবে পাঁচ শতাংশের বেশি অপচয় দেখিয়ে অতিরিক্ত অপচয়ের অংশের শোধিত তেল খোলা বাজারে বিক্রি করেছে। এই অতিরিক্ত তেলের নির্ধারিত ভ্যাটও ফাঁকি দেয়া হয়েছে।
দুদক অনুসন্ধান করে জানতে পেরেছে, ২০০৭-০৮ অর্থ বছরে তিন লাখ ৩৫ হাজার ৩২৫ লিটার কনডেনসেট (অপরিশোধিত জালানি তেল) পরিশোধনের জন্য ১৬ লাখ ৮৬ হাজার ২৯০ টাকার ভ্যাট ফাঁকি দেয়া হয়েছে।
২০০৮-০৯ অর্থ বছরেও ৩৬ লাখ ২৭ হাজার ৯৫০ লিটার কনডেনসেট পরিশোধনে দুই কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৩১৮ টাকার ভ্যাট ফাঁকির অভিযোগ আছে। একইভাবে ২০০৯-১০ অর্থ বছরে ২২ লাখ ৯৩ হাজার ৭৯৯ লিটার কনডেনসেট পরিশোধনে এক কোটি ২৬ লাখ তিন হাজার ৯৬৬ টাকার ভ্যাট ফাঁকির অভিযোগ আছে।