ময়মনসিংহের এক উপজেলায় তিনদিন ধরে বিদ্যুৎ নেই
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী, জাটিয়া, সরিষা, উচাখিলা ও সোহাগী ইউনিয়ন গত ৩ দিন ধরে বিদ্যুতহীন।
এতে ৫টি ইউনিয়নে পল্লীবিদ্যুতের প্রায় ১০ হাজার গ্রাহককে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় গ্রাহকরা জানায়, ঈশ্বরগঞ্জ উপজেলায় ২২ হাজার গ্রাহক রয়েছে পল্লী বিদ্যুতের। কিন্তু এসব বিদ্যুৎ গ্রাহকরা প্রায় সময়ই কারণে-অকারণে বিদ্যুৎ বিভ্রাটের শিকার হচ্ছে বলে অভিযোগ তাদের।
ভুক্তভোগীরা জানায়, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের উদাসীনতার কারণে বিদ্যুৎ ভোগান্তি থেকে রেহাই মিলছে না। কোন সমস্যায় অভিযোগ করলেও প্রতিকার পেতে সময় লাগে সপ্তাহখানেক।
এ বিষয়ে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩ ঈশ্বরগঞ্জ জোনাল অফিসের এজিএম বুলজার হোসেন জানান, ঝড়-বৃষ্টির কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে। শনিবার বিকেলের মধ্যে প্রায় সব এলাকায় বিদ্যুৎ সংযোগ চালু করা হবে।