নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
নাটোর জেলার হালতি বিলে নৌকায় ভ্রমণ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিদুল ইসলাম নামের একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারা গেছেন। আহত হয়েছেন আরো দুজন।
মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। আহত দুই শিক্ষার্থী হলেন বৈশাখী খাতুন ও রিপন আলী। তাদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের ১৫ জন শিক্ষার্থী নাটোর সদর উপজেলার পাটুল এলাকায় হালতি বিলে নৌকা ভ্রমণে যান। দুপুর ১২টার দিকে বিলের ওপর ঝুলে থাকা বিদ্যুতের তারের স্পর্শে ওই তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় লোকজনের সহায়তায় তাদের নাটোর সদর হাসপাতালে নেয়ার পথে জাহিদুল ইসলাম মারা যান। তার বাড়ি পাবনা জেলার সুজানগর উপজেলায়।