বায়ু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে চুক্তি
কক্সবাজারে ৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বায়ু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে যুক্তরাজ্যের একটি কোম্পানির সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
বৃহস্পতিবার বিকেল ৪টায় বিদ্যুৎ ভবনের মুক্তি হলে যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি গ্রিন এনার্জি (বিডি) লিমিটেডের সঙ্গে এ চুক্তি সাক্ষরিত হবে।পিডিবির চেয়ারম্যান আব্দুহু রুহুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম উপস্থিত থাকবেন বলে পিডিবি জানায়। এই চুক্তি সাক্ষরের পর রামপালে ১ হাজার ৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ওনার্স ইঞ্জিনিয়ার নিয়োগ দেয়ার বিষয়ে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশীপ পাওয়ার কোম্পানির সঙ্গে মেসার্স ফিশনারের একটি চুক্তি স্বাক্ষরিত হবে।