কানাডা বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী
জ্বালানি তেল শোধন, রিসাইকেলসহ বিভিন্নখাতে বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ দেখিয়েছে কানাডা। কানাডিয়ান কামর্শিয়াল করপোরেশন (সিসিসি) দু’দেশের সরকারের মাধ্যমে (জি টু জি) বিভিন্ন খাতে অর্থ সরবরাহের ইচ্ছা দেখিয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে কানাডার হাইকমিশনার বিনোট পেরী লারামী বৃহস্পতিবার সচিবালয়ে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। কানাডার হাইকমিশনার এসময় বাংলাদেশে বিনিয়োগের ইচ্ছের কথা জানান। তারা পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করেন।
এ সময় বিদ্যুৎ জ্বালানী খাতের বিভিন্ন বিষয়, খনিজ ও মিনারেল, গ্রানাইড, অবচয় হয়ে যাওয়া জ্বালানি, মানবসম্পদ উন্নয়ন, লাইম স্টোন, সিলিকন, স্থলভাগ ও সাগরে গ্যাস অনুসন্ধান ও উত্তোলন, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি স্থাপন, এলএনজি, সার উৎপাদন ইত্যাদি বিষয় আলোচনা করেন।
প্রতিমন্ত্রী, হাইকমিশনারকে বাংলাদেশের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদের সার্বিক অবস্থা জানিয়ে বলেন, বিদ্যুৎ উৎপাদনে সন্তোষজনক অগ্রগতি হয়েছে। এ ধারা অব্যাহত রাখা হবে। মানব সম্পদ উন্নয়নকে অগ্রাধিকার দেয়া হয়েছে। মানব সম্পদ উন্নয়নে কানাডা সহযোগিতা করতে পারে। অবচয় হয়ে যাওয়া জ্বালানিতে কানাডার অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ দেখান প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে কানাডাকে বিনিয়োগ করতে আহবান জানান। এসময় হাইকমিশনার বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ উৎপাদনে সহযোগিতা করার আশ্বাস দেন। বাংলাদেশের উন্নতমানের কমপ্রেসার প্রয়োজন। কানাডা প্রচলিত বিধি মেনে বাংলাদেশকে তা সরবরাহ করতে পারে বলে তিনি জানান।