ছিটমহলে বিদ্যুতের আলো: উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
’ছিটমহল’ নাম বাদ দিয়ে মূল ভূখণ্ডের অংশ হতে পারা জনগোষ্ঠি এবার বিদ্যুতের আলো পেল। পেল নিজেদের ঠিকানার নতুন নাম ’মুজিব-ইন্দিরা দাশিয়ারছড়া’। দাশিয়ারছড়া বাদ দিয়ে ঐ এলাকার নতুন এই নাম রাখা হয়েছে।
এই বিদ্যুৎ সংযোগ কার্যক্রম ও নতুন নাম ঠিকানার শুরু করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহষ্পতিবার তিনি দাশিয়ারছড়ার ৬৪৩টি পরিবারে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন।
বিদ্যুৎ সংযোগ উদ্বোধন ছাড়াও ভিস্তিপ্রস্তর স্থাপন করেছেন একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার পরে ঢাকা থেকে হেলিকপ্টারে তিনি কুড়িগ্রাম ফুলবাড়িয়া উপজেলার আগের ছিটমহল দাশিয়ারছড়ায় পৌঁছান।
দাশিয়ারছড়ার কালিরহাট বাজারে স্থানীয়দের উপস্থিতিতে প্রধানমন্ত্রী সুধী সমাবেশে যোগ দেন।
প্রধানমন্ত্রী কুড়িগ্রাম জেলায় ১৬টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ১৫টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
প্রধানমন্ত্রীর এই সফরের মধ্যদিয়ে ছিটমহল দাশিয়ারছড়ার নতুন নাম হয়েছে মুজিব-ইন্দিরা দাশিয়ারছড়া ইউনিয়ন পরিষদ (ইউপি)। ৬৮ বছরের ইতিহাসে কোনো সরকার প্রধান এই প্রথম ছিটমহলে আসল।