‘কর্পোরেট সুশাসনের সেরা’ পুরষ্কার পেয়েছে সামিট পাওয়ার

টানা দ্বিতীয়বারের মতো ‘কর্পোরেট সুশাসনের সেরা সাফল্য’ অর্জন করলো সামিট গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সামিট পাওয়ার লিমিটেড।

মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ইনস্টিটিউট অব চার্টাড সেক্রেটারিস অব বাংলাদেশ (আইসিএসবি)- এর দ্বিতীয় জাতীয় পুরষ্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের কাছ থেকে তেল ও বিদ্যুৎ খাতের সেরার এ সম্মান গ্রহণ করেন সামিট গ্রুপের ফিন্যান্স ডিরেক্টর আয়েশা আজিজ খান এবং সামিট পাওয়ার লি.-এর ব্যবস্থাপনা পরিচালক লে. জে. (অব.) আব্দুল ওয়াদুদ।

কোম্পানিগুলোর বার্ষিক প্রতিবেদন ও নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আইসিএসবি গঠিত কারিগরি কমিটির মূল্যায়নের পরই জুরি বোর্ড বিজয়ীদের নির্বাচন করেন। কর্পোরেট সুশাসন নিয়ে কাজ করা দেশের বরেণ্য ও বিশিষ্টদের নিয়ে গঠন করা হয় এ বোর্ড।