পরিবেশ দুষনের দায়ে দুই কারখানাকে ২৩ লাখ টাকা জরিমানা

পরিবেশগত ছাড়পত্র ছাড়া এবং ত্রুটিযুক্ত তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) পরিচালনা করে পরিবেশ ও জলজ জীববৈচিত্র্যের ক্ষতি করার অপরাধে গাজীপুরের দু’টি কারখানাকে ২৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট উইং।
বুধবার গাজীপুর মহানগরের দু’টি কারখানায় অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর ঢাকা সদর দপ্তরের সহকারী পরিচালক মুহম্মদ হাফিজুর রহমান জানান, দূষণবিরোধী অভিযানের কার্যক্রম হিসেবে বুধবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) এ,কে,এম, মিজানুর রহমান পরিবেশ দূষণের দায়ে গাজীপুরের তিনটি কারখানার মালিক বা প্রতিনিধিকে পরিবেশ অধিদপ্তরের ঢাকা সদর দপ্তরে এনফোর্সমেন্ট উইংয়ে তলব করা হয়। শুনানী করার সময় তিনি ত্রুটিযুক্ত ইটিপি পরিচালনা করে পরিবেশের ক্ষতি করার অপরাধে গাজীপুর মহানগরের কড্ডা এলাকার কেমিও ইউএসএ নীট ওয়্যার লিমিটেডকে ২২ লাখ টাকা এবং পরিবেশগত ছাড়পত্র ও ইটিপি নির্মাণ ছাড়া কারখানা পরিচালনার অপরাধে টঙ্গীর শিলমুন এলাকার ক্যানকুন ওয়াশিং প্লান্ট কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করেন।